Neeraj Chopra : দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পাচ্ছেন কারা? দেখে নিন তালিকা
টোকিও অলিম্পিকে সাফল্যের স্বীকৃতি পেতে চলেছেন নীরজ চোপড়া, লভলিনা বরগোঁহাইরা। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য তাঁদের নাম মনোনীত হয়েছে। দ্রোণাচার্য পুরস্কার প্রাপকদের আনুষ্ঠানিকভাবে এখনও নাম ঘোষণা না হলেও যে কমিটির দায়িত্ব ছিল নামের মনোনয়ন পাঠানোর, সেই কমিটি সম্ভাব্য পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করেছে। অলিম্পিক ও প্যারালিম্পিকে একাধিক পদকজয়ীর নাম রয়েছে খেলরত্ন ও অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকায়।খেলরত্ন পুরস্কারের জন্য ১১ জন ক্রীড়াবিদের নাম সুপারিশ করা হয়েছে। যাদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁরা হলেন টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া, কুস্তিগীর রবি দাহিয়া, বক্সার লাভলিনা বরগোঁহাই, ভারতীয় হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ, প্যারালিম্পিকে সোনা-সহ একাধিক পদকজয়ী প্যারা শুটার অবনী লেখরা, জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল, শাটলার প্রমোদ ভগত, কৃষ্ণ নগর, শুটার মণীশ নারওয়াল।এরা ছাড়াও খেলরত্ন সম্মান পাচ্ছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ ও ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।সুনীল দেশের প্রথম ফুটবলার হিসেবে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন। তাঁর আগে কোনও ফুটবলার এই সম্মান পাননি। এই বছর থেকেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়েছে। ২০১৬ সালে রিও অলিম্পিকের পর চারজনকে দেওয়া হয়েছিল খেলরত্ন পুরস্কার। গত বছর দেওয়া হয়েছিল পাঁচজনকে। এবার সেই সংখ্যা বেড়ে হল ১১।অর্জুন পুরস্কার পাচ্ছেন ৩৫ জন ক্রীড়াবিদ। এই তালিকায় রয়েছেন যোগেশ কাঠুনিয়া, নিশাদ কুমার, প্রবীণ কুমার, সুহাস যথীরাজ, সিংহরাজ আধানা, ভাবিনা প্যাটেল, হরবিন্দর সিং, শরদ কুমার। পিআর শ্রীজেশ ও মনপ্রীত সিং বাদে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় পুরুষ হকি দলের বাকি সদস্যদের অর্জুন পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ক্রিকেটার শিখর ধাওয়ানের নামও রয়েছে অর্জুন প্রাপকের তালিকায়। দ্রোণাচার্য পুরস্কার প্রাপকদের তালিকায় নাম রয়েছে রাধাকৃষ্ণ নাইয়ার, টি পি ঔসেফ, সন্দীপ সাঙ্গওয়ানদের।